মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা -৬/৭/২৪
ফরিদপুরের -৪ আসনের জনপ্রিয় সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, দক্ষিন বঙ্গের প্রবেশদ্বার ভাঙ্গা উপজেলাই হবে উন্নয়ন ও মুল্যায়নের ঘাঁটি। আগামী নির্বাচনে বাংলাদেশের মধ্যে ফরিদপুর -৪ আসনের ৩ থানার মধ্যে নৌকায় সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে শেখ হাসিনাকে উপহার দিব। আমি ভাঙ্গা এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি এবং আমার উন্নয়নের আরো অসমাপ্ত কাজ গুলো আমি দ্রুত সমাপ্ত করবো।
শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চরমুুগডোবা গ্রামের সদ্য যোগদানকৃত বিশিষ্ট শিল্পপতি মোঃ চুন্নু খান মিনুর নিজ বাড়ির চত্বরে এক যোগদান সভায় এ সব কথা বলেন এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে, গরীব দুঃখী মানুষের স্বপ্ন পুরন করতে বেশী সময় লাগবে না। দক্ষিণবঙ্গের প্রবেশদার উন্নয়নের ঘাটি, রাজনৈতিক ঘাটি, শেখ হাসিনার ঘাটি হবে ভাঙ্গায়। মুক্তিযুদ্ধের শপক্ষের মানুষ আমাকে ভালোবাসে। তাই তিন থানার মানুষ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আমাকে নির্বাচিত করেছে। শেখ হাসিনাকে যাহারা ভালবাসে, শেখ হাসিনার উন্নয়নকে যাহারা ভালোবাসে, বঙ্গবন্ধুকে যারা ভালবাসে তারা ঐক্যবদ্ধ থাকলে কেউ প্রধানমন্ত্রীর ক্ষতি করতে পারবে না।
যোগদান সভায় মোঃ মিজানুর রহমান খাঁনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ফরদিপুর জেলা ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার ভূইয়া, ভাঙ্গা উপজেলা সাবেক চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব, ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মনসুর মুন্সী, কালামৃধা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল মাতুব্বর, আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান হাওলাদার, তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান, কাওলীবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী রওমান রওশন কবির, নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর মাতব্বর, চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা, নুরুলাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক, তুজারপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান পরিমল চন্দ্র দাস, কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিটন মাতুব্বর প্রমুখ।