কে এম রুবেল, ফরিদপুর
সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ফরিদপুর জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যদের “বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮,
জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০, জেন্ডার সমতা ও শিশু সুরক্ষা” বিষয়ক দুই দিনের ওরিয়েন্টশন কোর্স সফল ভাবে সম্পন্ন হয়েছে।
ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে ও জেলা প্রশাসন ফরিদপুর এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বুধবার বিকেলে জেলা প্রশাসক অতুল সরকারের সমাপনি বক্তব্যের মধ্যে দিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুই দিনের ওরিয়েন্টশন কোর্স সফল ভাবে সম্পন্ন হয়।
ঢাকা আহ্ছানিয়া মিশনের জেলা সমন্বয়কারী মেরুনা আক্তারের সঞ্চালনায় সমাপনি অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন আলী, এ্যাড.
শিপ্রা গোষ্মামী, আসমা আক্তার মুক্তা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, আনম ফজলুল হাদী সাব্বির।