• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
সালথায় শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সালথা উপজেলা শাখার আয়োজনে উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্ডপ মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পূজা মন্ডপ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদের চত্বরসহ সালথা সদর বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুপ কুমার সাহার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর চৌধুরী লাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিচুর রহমান বালি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা, উপজেলা টুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সমির কুমার রায়, সাধারণ সম্পাদক বাবু অনন্ত বিশ্বাস, সাংগনিক সম্পাদক প্রহ্লাদ চন্দ্র শীল, কেন্দ্রীয় দুর্গা মন্ডপের সভাপতি বিপুল বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন আজ আপনাদের উৎসবে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। আমরা এ এলাকায় আপনারা জানেন দীর্ঘ সময় আপনাদের নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী নির্বাচিত হয়েছেন। এলাকার মানুষের উন্নয়নে যে মানুষ টা সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে থেকেছেন সেই নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী আজ আপনাদের মাঝে নেই। আমি তার সন্তান এই এলাকায় আছি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সংসদে গিয়েছি। আমার মা যে উন্নয়ন করে গিয়েছেন যেভাবে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত এবং আপনাদের সুখে দুখে কাজ করে গিয়েছেন সেই কাজ আমি অব্যাহত রাখবো।

৬ সেপ্টেম্বর ২০২৩

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।