• ঢাকা
  • শুক্রবার, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
এই দেশে আর মুজিববাদ ফিরে আসবে না- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

মাহবুব পিয়াল,ফরিদপুর :

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহরের রাজেন্দ্র কলেজ মাঠে সোমবার বিকেলে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঞ্চে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসিবুল ইসলাম হাসিব, আরিফ সোহেল, আশরেফা সহ আরো নেতৃত্বস্থানীয়।

ফ্যাসিবাদী ব্যবস্থার চির বিদায়, নতুন রাজনৈতিক দর্শন বিনির্মাণ এবং ‘প্রোক্লামেশন অফ জুলাই রেগুলেশন এর জন-আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য দেন সোহেল রানা। জাহিদ হাসানের সঞ্চালনায় ছাত্র সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তাহসিন হাসান দ্বীন, মাহমুদুল হাসান ওয়ালিদ, সানজিদা রহমান সমতা, জেবা তাহসিন, শাহ মো: আরাফাত প্রমুখ।

বক্তাগণ বলেন, জুলাই আন্দোলনের সময় ফরিদপুরে বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী গোষ্ঠীর পালিত সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালিয়েছে। এই সকল সশস্ত্র হামলার সাথে জড়িত অপরাধীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনো অনেকে আমাদের হুমকি দিয়ে বেড়াচ্ছে। আন্দোলনে আহত অনেকে পারিবারিক কারণে থানায় মামলা করতে পারেনি। প্রশাসনের কাছে অনুরোধ, আন্দোলনের উপর হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। আরও বলেন, এই দেশে আর মুজিববাদ ফিরে আসবে না।

ছাত্র সমাবেশ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ব্যানার ও প্লাকার্ড নিয়ে মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দেয়। ফরিদপুরে ৮ জন শহীদ পরিবারের সাথে দেখা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।