• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
ফরিদপুরে তেল-চিনি ও কীটনাশকের দোকানে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে তেল-চিনি ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদরের ধুলদী রেলগেট এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় নিত্যপণ্য লুজ তেল ও চিনির মূল্য তালিকা প্রদর্শন না করা, সরকারি মূল্যের অধিক মূল্যে লুজ তেল ও চিনি বিক্রয় করা এবং একই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে মেসার্স জুলহাস ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

অভিযানে সরকারি মূল্যে তেল, চিনি ও কীটনাশক বিক্রি হচ্ছে কিনা সেগুলোও তদারকি করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।