• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ মুজিব বর্ষের এই স্লোগানকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী ৬-১০ জুন ভূমি সেবা সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহন করেছে জেলা প্রশাসন, ফরিদপুর ও তার আওতাধীন সকল উপজেলা প্রশাসন। বর্তমান ভূমি সেবা সপ্তাহের মূল ফোকাস এরিয়া অনলাইনে ২ নং রেজিস্টারে ডাটা এন্ট্রি, সায়রাত মহাল ও  নামজারি খতিয়ানের ডাটা এন্ট্রি এবং এ লক্ষ্যে সকল ইউনিয়ন/ পৌর ভূমি অফিস এবং ইউডিসিকে সম্পৃক্ত করে ব্যাপক প্রচার প্রচারণা চালানো এবং ডাটা এন্ট্রি ও রেজিস্ট্রেশন ক্যাম্প স্থাপন করা। এখন যেকোন নাগরিক অনলাইনে  ভিজিট করে অনলাইনে নিবন্ধন ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবে।

ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে যৌথভাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার সাংবাদিকবৃন্দ এবং সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের সাথে আলোচনা সভা, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে স্থাপিত অনলাইন ডাটা এন্ট্রি ও রেজিস্ট্রেশন ক্যাম্প পরিদর্শন, জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ এবং ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় ফরিদপুর সদর উপজেলা প্রশাসন সপ্তাহব্যাপি কার্যক্রমের এক রূপরেখা প্রণয়ন করেছে যার মধ্যে রয়েছে প্রতিদিন একযোগে উপজেলা নির্বাহী কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে অফিস চলাকালীন ভূমি মালিকদের অনলাইন রেজিস্ট্রেশন ও ডাটা এন্ট্রি কার্যক্রম চলমান রাখা,  উপজেলা ভূমি অফিসসহ সকল ইউনিয়ন ভূমি অফিসে স্বাভাবিকভাবে ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা চলমান রাখা, প্রতিটি ইউনিয়নে জনসচেতনতায় মাইকিং, রেজিস্ট্রেশন সংক্রান্ত টিভিসি বিভিন্ন প্লাটফরমে প্রচার এবং সমস্ত উপজেলায় জনসাধারণের মাঝে প্রায়  ৩০০০০ লিফলেট বিতরণ  করা। এছাড়া জেলা পর্যায়ে অনূরূপ সেবার পাশাপাশি নিষ্পত্তিকৃত এল এ কেইসের চেক প্রদান এবং খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন ও সরবরাহ সংক্রান্ত কার্যক্রম গ্রহন করা হয়েছে।

ফরিদপুর জেলার প্রতিটি উপজেলাতেই একযোগে এই কার্যক্রম গ্রহন করা হয়েছে। ভূমি সেবার আধুনিকায়নের লক্ষ্যে বিগত কয়েক বছরে অনলাইনভিত্তিক ভূমি ব্যবস্থাপনা গড়তে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনগণের দোড়গোড়ায় অনলাইনভিত্তিক ভূমি সেবা পৌছে দেয়া হচ্ছে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অনলাইন প্লাটফরম থেকে। চলমান ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার আইন সমূহের মধ্যে ই-নামজারি, হাতের মুঠোয় খতিয়ান, ডিজিটাল রেকর্ড রুম, অনলাইনে ভূমিকর, নামজারি-নিবন্ধন কার্যক্রম সমন্বয়ে ডিজিটাল ব্যবস্থা, অনলাইনে ভূমির মামলা তদারকি, ভিডিও কনফারেন্সে মামলার শুনানি, ভূমিসেবা হটলাইন (১৬১২২), ভূমির শ্রেণি ১১২৪টি থেকে কমিয়ে ১৬টি করা এবং ডিজিটাল ভূমি জোনিং উল্লেখযোগ্য। ভূমি ব্যবস্থাপনায় নতুন দিনের এ যাত্রায় এক নিষ্ঠাবান প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক জেলা প্রশাসন, ফরিদপুর। আধুনিক এই ভূমি ব্যবস্থাপনায় এ জেলায় সকল নাগরিকের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে। আমাদের সকলের লক্ষ্য হচ্ছে জনগণের স্বাচ্ছন্দময় সেবা নিশ্চিত করা। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ও অংশগ্রহনে ভূমি সেবা সপ্তাহ সফল ও স্বার্থক হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।