আফজাল খান স্মৃতি ক্রিকেটে গোপালপুর সমাজ কল্যাণ সংস্থার জয়লাভ
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
300 বার দেখা হয়েছে
০
আফজাল খান স্মৃতি ক্রিকেটে গোপালপুর সমাজ কল্যাণ সংস্থার জয়লাভ করেছে।
শহরের গোপালপুর মেজবাহউদ্দিন সরকারি প্রাথমিক স্কুল মাঠে অনুষ্ঠিত আফজাল খান স্মৃতি ক্রিকেটের শুক্রবার এর খেলায় জয়লাভ করেছে গোপালপুর সমাজ কল্যাণ সংস্থা। এদিন তারা ৩০ রানে অষ্টরম্ভা একাদশকে পরাজিত করে । নির্ধারিত ৬ ওভারের এ খেলায় প্রথমে ব্যাট করতে নেমে গোপালপুর সমাজকল্যাণ সংস্থা ৪৪ রান সংগ্রহ করে। জবাবে অষ্টরম্ভা একাদশ ১৪ রানে অলআউট হয়।