কবির হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় ইমাম মুয়াজ্জিনদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৬ জানুয়ারি ) সকাল ১১দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে ৮০ জন ইমাম মুয়াজ্জিনদের হাতে কম্বল দেয়া হয়েছে।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা,
ইসলামিক ফাউন্ডেশনের এম সি মাওঃ তামিম আহমেদ,ক্বওমী ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম রায়হানুর রহমান বলেন- সমাজের সর্বস্তরের মানুষ আপনাদের সম্মান করে এবং ৫ ওয়াক্ত নামাজে এলাকার সকলের সাথে আপনাদের দেখা হয়, তাছাড়া জুম্মার নামাজে মসজিদে অসংখ্য মুসল্লির আগমন ঘটে। তাই ইমাম মুয়াজ্জিনদের সার্বিক সহযোগিতা করার আহবান জানান তিনি।