• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
ভিডিও কনফারেন্সে জিওসিদের নির্দেশনা দিলেন সেনাপ্রধান

করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে সেনাবাহিনীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলো। সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ভিডিও কনফারেন্সে ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী প্রধানের দপ্তর থেকে সেনাবাহিনীর জিওসিদের (জেনারেল অফিসার কমান্ডিং) সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সেনাপ্রধান জিওসিদের কোভিড-১৯ মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় তাদের প্রতিটি সদস্যর জন্য বরাদ্দকৃত রেশন থেকে অসহায়, দুস্থ ও গরিবদের মাঝে বিতরণ এবং গরিব রোগীদের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখার নির্দেশনাও দেন।

এ সময় সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। তার নির্দেশনা বাস্তবায়নে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

ভিডিও কনফারেন্সে জিওসিবৃন্দ মাঠ পর্যায়ে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের বিষয়ে সেনাপ্রধানকে অবহিত করেন।

ভিডিও কনফারেন্সে সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন, ৯ পদাতিক ডিভিশন, ১০ পদাতিক ডিভিশন, ১৭ পদাতিক ডিভিশন, ১৯ পদাতিক ডিভিশন, ২৪ পদাতিক ডিভিশন, ৩৩ পদাতিক ডিভিশন, ৫৫ পদাতিক ডিভিশন, ৬৬ পদাতিক ডিভিশন, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এবং ঢাকা লজিস্টিকস এরিয়ার জিওসিরা কথা বলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।