‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে সামাজিক সংগঠন খুলনা সোসাইটি। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় নগরীর বয়রাস্’ সাহিত্য সংসদ এলাকায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
খুলনা সোসাইটির বৃক্ষরোপন কমিটির চেয়ারম্যান এস এম বদরুল আলম রয়েল’র সভাপতিত্বে ও কো-চেয়ারম্যান আব্দুল জলিল সাগরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্’িত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আতাউর রহমান শিকদার রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্’িত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী জি এম শহিদুল ইসলাম ও মো: ওয়াহিদ জামান।
এসময় উপস্থিত ছিলেন খুলনা সোসাইটির উপদেষ্টা মো: আবু তৈয়ব মুন্সী, আজিজুল হাসান দুলু, খুলনা চেম্বারের পরিচালক মো: মাহাবুব আলম, সংগঠনের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক, ভাইস-চেয়ারম্যান মো: আব্দুস সালাম শিমুল, মহাসচিব ফারহানা চৌধুরী কনিকা, সারিকা জামান রুনা, সাইফুর রহমান সুজন, ইঞ্জি. মিজানুর রহমান, কাজী আইনুল মুন, প্রফেসর তাসরিনা বেগম, কাজী রিয়াদ সুমন, মো. জয়নাল ফরাজী, মো: মাসুদ রানা, সাজিনা ইসলাম, মো: তারেক হাসান, ইয়াফেজ ইসতিহাদ দীপ, ডা: নজরুল ইসলাম, মো: নাজমুল হাসান, মো: আলামিন।