• ঢাকা
  • সোমবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং

করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে ভ্রাম্যমান আদালত

বোয়ালমারীতে ৪ দোকানসহ ২১ ব্যক্তিকে জরিমানা

করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে ভ্রাম্যমান আদালত

বোয়ালমারীতে ৪ দোকানসহ ২১ ব্যক্তিকে জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ করোনা ভাইরাস প্রতিরোধে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন বাজারে সোমবার (০৬.০৪.২০) অভিযান চালিয়ে চারটি দোকানসহ একুশ ব্যক্তিকে ১৩ হাজার ৯শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। আদালত সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত উপজেলার রুপাপাত বাজার, সহস্রাইল বাজার ও বোয়ালমারী পৌরসদর বাজারের বিভিন্ন স্হানে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ও ১৮৮ ধারায় সরকারি নির্দেশ অমান্য করে দোকানের সামনে আড্ডা দেয়া, অপ্রয়োজনে ঘোরাঘুরি করা, সামাজিক দূরত্ব ও নিরাপত্তা বজায় না রাখায় একুশ ব্যক্তিকে ও অননুমোদিত দোকান খোলা রাখায় ৪টি দোকানে জরিমানা করে ২৫টি মামলায় মোট ১৩৯০০ টাকা আদায় করা হয় এবং দুইজন ব্যক্তিকে ৬ ঘন্টার আটকাদেশ দেয়া হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ বলেন, দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে সবাইকে ঘরে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখা নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা না মানায় একুশ ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।