সরকারি নিষেধাজ্ঞা না মানায় নূর প্লাস্টিক ইন্ডাস্ট্রিকে বড় অংকের জরিমানা
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর: সরকারি নিষেধাজ্ঞা না মানায় নূর প্লাস্টিক ইন্ডাস্ট্রিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
করেনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার সব ধরনের জনসমাগম, অফিস আদালত, কল কারখানা বন্ধ ঘোষণা করেছেন। ফরিদপুর সদর উপজেলার বদরপুরে অবস্থিত নুর প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিঃ সরকারি সেই নিষেধাজ্ঞা অমান্য করে গত ০৫-০৪-২০ তারিখ থেকে তাদের কারখানার কার্যক্রম শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে আজ দুপুর ৩.৩০ সদরের সহকারী কমিশনার (ভুমি) শাহ মোঃ সজীবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সেখানকার অভিযান চালায় এবং ঘটনার সত্যতা পায়। এ সময় সরকারি নিয়ম ভঙ্গের অপরাধে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় ও পরবর্তী নির্দেশ না আশা পর্যন্ত বন্ধ রাখতে বলা হয় অন্যথায় আরও কঠিন শাস্তি হতে পারে বলে সতর্ক করা হয়।
এ বিষয়ে শাহ মোঃ সজিব বলেন, আমরা গোপন তথ্য পাই যে, নুর প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্বেও কর্মচারীদের চাকরির ভয় দেখিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে। সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুম রেজার পরামর্শে আমার সেখানে অভিযান পরিচালনা করি এবং ঘটনার সত্যতা পাই। আইন ভঙ্গের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।