কবীর হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উপজেলা শাখার যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন,উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামান, উপজেলা ক্যাবের সহ-সভাপতি আলমগীর কবীর,টগরবন্দ ইউপি চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, বানা ইউপি চেয়ারম্যান শরীফ হারুন-অর রশীদ ও উপজেলা ক্যাবের দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল প্রমুখ।
সেমিনারে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে সচেতন করতে করণীয় বিষয় নিয়ে বক্তারা বলেন, জনগণ ভোক্তা অধিকার আইন ও অধিকার সম্পর্কে অবহিত না থাকলে এর সুফল থেকে বঞ্চিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ব্যাপক প্রচার প্রয়োজন। শুধু আইন প্রয়োগ করে পণ্যের ভেজাল রোধ বা ক্রেতা ঠকানো বন্ধ করা সম্ভব নয়। নিজেদের অধিকার সম্পর্কে ভোক্তাদের সচেতন হতে হবে। একই সাথে ব্যবসায়ী-বিক্রেতা এবং উৎপাদনকারীদেরও সচেতন করতে হবে।
এ সময় সেমিনারে উপস্থিত অনেকেই নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার মাধ্যমে ভোক্তাদের অধিকার সংরক্ষণের অনুরোধ জানান।
কবির হোসেন
০১৭১৬৪৫৫৮৩৬
৬ অক্টোবর ২০২৪