শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের মাঝে খাদ্য বিতরণ করলেন জেলা প্রশাসক অতুল সরকার
শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের মাঝে খাদ্য বিতরণ করলেন জেলা প্রশাসক অতুল সরকার
মোঃ ইনামুল হাসান মাসুম,ফরিদপুর: ফরিদপুরের ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০শত জন চতুর্থ শ্রেনীর কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সহযোগিতায় সোমবার বেলা ১১টায় শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নুল আবেদিন, পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম শেখ প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম লবন ও নগদ অর্থ।