• ঢাকা
  • রবিবার, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ডিসেম্বর, ২০২৪ ইং
সালথায় তালগাছের ডাল-পালা কাটতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় তালগাছের মাথা থেকে পড়ে গিয়ে কার্তিক দেবনাথ (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ফসলি জমির মাঠে এ ঘটনা ঘটে। নিহত কার্তিক দেবনাথ ফুলবাড়িয়া গ্রামের মৃত রামপদ দেবনাথের ছেলে।

নিহতের পরিবার জানান, নিজের জমিতে পেঁয়াজ আবাদ করার জন্য প্রস্তুতি নেন কার্তিক। কিন্তু জমির মধ্যে থাকা একটি তালগাছের পাতার ছায়ায় পেঁয়াজ ক্ষেতের ক্ষতির আশঙ্কা দেখা দেয়। তাই বুধবার বেলা ১১টার দিকে কার্তিক প্রায় ৩০ ফিট লম্বা ওই তালগাছের মাথায় উঠে ডাল-পালা কাটছিলেন। এ সময় তালগাছের মাথা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

বুধবার সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বল্লভদী খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, ফসলি জমিতে ছায়া পড়ে, তাই তালগাছের ডাল-পালা কাটছে গিয়ে গাছ থেকে পড়ে যায় বৃদ্ধ কার্তিক। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

৬ নভেম্বর ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।