• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
মুকসুদপুরে করোনায় মৃত্যু হলো সালথার এক ব্যক্তির ।

গোপালগঞ্জের মুকসুদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার ৬ই জুন বিকাল ৫ টার দিকে নজরুল ইসলাম কাজী (৬২) ওর‌ফে নুরু কাজী নিজ বাড়ীতে আইসোলেসনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত ব্যক্তির বাড়ি মুকসুদপুর পৌরসভার চন্ডিবরদি গ্রামে।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রিজভী আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সুত্রে জানাযায় মৃত নুরু কাজীর পূ‌র্বের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কাজীর বল্লভদী গ্রামে। জমি ক্রয় ও বা‌ড়িঘর নির্মান ক‌রে তি‌নি দীর্ঘ ১ যুগের ও বেশি সময়ধ‌রে তি‌নি মুকসুদপু‌রে বসবাস করে আসছিলেন।

এ নিয়ে মুকসুদপুর উপজেলায় মোট আক্রান্ত ৬৭ জন, সুস্থ্য হয়েছেন ২৬ জন, মৃত্যু ১ জন।

‌নিহত নুরু কাজীর মর‌দেহ মুকসুদপুর থে‌কে এ্যাম্বু‌লেন্স যো‌গে সালথার কা‌জীর বল্লভদি‌তে পৌছায় রাত ৮টার দি‌কে। পৌ‌নে ৯টার দি‌কে দাফন কাজ সম্পন্ন হয়। দাফন ও জানাজায় সালথা উপ‌জেলার সেচ্ছা‌সেবক টিম ও প‌রিবা‌রের লোকজন অংশ নেন।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ব‌লেন, খবর পে‌য়ে ক‌রোনায় লাশ দাফ‌নের জন্য সেচ্ছাসেবক টিম পাঠা‌নো হ‌য়ে‌ছে। আমা‌দের‌কে আরও সতর্ক হ‌তে হ‌বে। ক‌রোনায় আক্রান্ত আর কাউ‌কে আমরা হারা‌তে চাই না। ক‌রোনা সংক্রান্ত সকল স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে চলুন। জরুরী প্র‌য়োজন ছাড়া বাই‌রে বের হ‌বেন না। নিরাপ‌দে থাকুন সুস্থ থাকুন।

৬ জুন ২০২০

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।