• ঢাকা
  • মঙ্গলবার, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ ইং
সালথা’য় ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন

ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে নিরাপত্তার জন্য ৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ৪ জন আনসার সদস্য ইউএনওর নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্রসহ দায়িত্ব পালন করবে। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।

উপজেলা আনসার কর্মকর্তা জানান, অনভিপ্রেত ঘটনা ঠেকাতে সারাদেশের ন্যায় সালথা উপজেলায় ৪জন আনসার নির্বাহী অফিসারের নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে। রবিবার রাত থেকেই তারা নিরাপত্তার কাজে যোগ দিয়েছেন। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাদের এই ডিউটি অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী মোহাম্মাদ হাসিব সরকার জানান, গত (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে আনসার সদস্য আমার বাসভবনে ডিউটি শুরু করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এর বাসায় সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় গুরুতর আহত ওই ইউএনওকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় এনে চিকিৎসা করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।