টাঙ্গাইলের ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত আবাসিক মেডিকেল আফিসার (আরএমও) এবং পুলিশের একজন (এস আই) সহ নতুন করে চারজন করোনা পজিটিভ হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র এই তথ্য নিশ্চিত করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা যায়,নতুন করে ঘাটাইলে করোনা আক্রান্ত চার জনের মধ্যে ঘাটাইল থানায় কর্মরত পুলিশের একজন এসআই এবং তার পরিবারের দুই সদস্য মা ও বোন রয়েছেন।এছাড়া ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত আবাসিক মেডিকেল আফিসার (আরএমও) করোনা পজিটিভ হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ মমিনুল ইসলাম হিমেল বলেন, গত ৪ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা সংগ্রহকরে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে ৪ জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।এখন পযর্ন্ত এ উপজেলায় মোট ৭১ জন করোনা আক্রান্ত হয়েছে, ইতোপূর্বে দুই জনের মৃত্যু হয়েছে, ৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ২৪ জন চিকিৎসাধীন আছে।