• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
 ২৪ ঘন্টায় দিনাজপুর সদরে দুইজন করনা পজিটিভ, জেলায় মোট পজিটিভ সংখ্যা-৩১, সুস্থ-৫, মৃত-১   
 দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে আজ ৪৫টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ২টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ ও  ৪৩টি নমুনা ফলাফলের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। বর্তমানে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩১ জন, মৃত ১ জন, সুস্থ ৫ জন।
বুধবার (৬ মে) সন্ধায় দিনাজপুর জেলা  সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এ বিষয়টি নিশ্চিত করেন।
পজিটিভ দুই জন ব্যাক্তি হলেন, দিনাজপুর সদর উপজেলার পৌর এলাকার বালুবাড়ী পানি ট্যাংকি এলাকার বাসিন্দা এবং সৈয়দপুর ইসলামী ব্যাংকের কর্মচারী একজন ও দিনাজপুর শহরের ৪ নং উপশহর এলাকার বাসিন্দা এবং দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসকের ভাই একজন বলে জানা যায়।
দিনাজপুর  জেলার ১৩টি উজেলার মধ্যে ৮টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৩০ জন ও মৃত ব্যক্তির সংখ্যা ১ জন। সুস্থ হয়েছে ৫ জন। আক্রান্তদের মধ্যে ২৪ জন পুরুষ, ৫ জন মহিলা ও দুইজন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় শিশুসহ ৯ জন(সুস্থ ২ জন ) , নবাবগঞ্জে ৪ জন (সুস্থ ১ জন), ফুলবাড়ীতে ১ জন (সুস্থ), পার্বতীপুরে ৫ জন (সুস্থ ১ জন), বোচাগঞ্জে ১ জন, ঘোড়াঘাটে ২ জন,  কাহারোলে ৭ জন ও হাকিমপুরে ২ জন।
বুধবার  (৬ মে) দিনাজপুর জেলার  অদ্যাবধি ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা সংখ্যা ৮৫৪ টি,  এ পর্যন্ত ৭৭১ টি নমুনা ফলাফল পাওয়া গেছে, এর মধ্যে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩১ জন, এর মধ্যে  মৃত ১ জন এবং  সুস্থ হয়ে ছাড় পত্র পেয়েছে ৫ জন (সদর ২, ফুলবাড়ী ১, নবাবগঞ্জ ১, পার্বতীপুরে ১ সুস্থ )। তাদের  মধ্যে ২৯ জন রয়েছে হোম আইসোলেশনে ও নবাবগঞ্জে ০১ জন রয়েছে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে, হাসপাতালে ১ জন রয়েছে।
দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায়  হোম কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছে ২৩০ জন।  বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকা সর্বমোট ৫৮২৫ জনের মধ্যে ৩৯৮৯ জনকে সুস্থ হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩৬ জন।
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সর্বমোট ২০০ জন এর মধ্যে অব্যাহতি পেয়েছে ৫২ জন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।