মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
না ফেরার দেশে ফরিদপুর সাংবাদিকদের প্রিয় মুখ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য , ক্যাব ফরিদপুর এর সাবেক সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: ফরহাদ হোসেন (৬৯)
আজ ৬ আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে রাজধানীর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী গেছেন।
তার মৃত্যুতে ফরিদপুর প্রেস ক্লাবের সকল সদস্য বৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আগামীকাল রবিবার তাকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামের কবরস্থানে বাদ আছর দাফন করা হবে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর প্রেসক্লাব এর সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল সহ ফরিদপুরে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।