ঠাকুরগাঁওয়ে বিকাল ৫ টার মধ্যে দোকান বন্ধ করতে হবে
ঠাকুরগাঁওয়ে বিকাল ৫ টার মধ্যে দোকান বন্ধ করতে হবে
মোঃআসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধি :করোনা ভাইরাস প্রতিরোধে আগামী মঙ্গলবার থেকে ঠাকুরগাঁওয়ে ওষুধের দোকান ব্যতীত বিকাল ৫টার পর থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ সকল প্রকার দোকান বন্ধ ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসন।
নির্দেশনা অমান্য করলে জরিমানাসহ আইনের আওতায় আনা হবে বলে জানান ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। এর আগে ঔষধের দোকান ব্যতীত সকল দোকান সাড়ে ৭টার মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছিল। করোনা পরিস্থিতি বিবেচনা করে পূর্বের ঘোষণা বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, জনগণের স্বাস্থ্য ঝুকির কারণে ও সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। সকলকে তিনি এ নির্দেশনা মানার আহবান জানান।