• ঢাকা
  • সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নে ১৬ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা সারোয়ার হোসেন (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
খালেদা বেগম নিজের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে নিজের স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ আসামী সারোয়ার আলমকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলো, উপজেলার ৩নং শিংড়া ইউনিয়নের কশিগাড়ী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে সারোয়ার হোসেন (৪৪)।
বিশেষ  সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার রাতে ধর্ষণের চেষ্টাকারী বাবা সারোয়ার হোসেন ও তার স্ত্রী খলেদা বেগম ঘরের মেঝেতে এবং তাদের ১৬ বছর বয়সী কণ্যা খাটের উপরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে নরপিশাচ পিতা তার মেয়ের আপত্তিকর স্থানে হাত দিলে মেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকারের শব্দে মেয়ের মা ও আশপাশের লোকজন এসে আসামী সারোয়ারকে আটক করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, মেয়ের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এজাহার দায়ের করলে আমরা আসামীকে গ্রেফতার করি এবং আসামীকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাফ্ফর হোসেন নিশ্চিত করেন যে, ভিকটিমের মা বাদী হয়ে ০৬/০৫/২০২০ইং তারিখে মামলা নং—৩ ধারায় নারী ও শিশু নিযার্তন দমন আইনের ৯(৪)(খ) নিজের ঔরশজাত সন্তান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।