• ঢাকা
  • শনিবার, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
ধান পাহারা দিতে গিয়ে ভারতীয় বন্যহাতির আক্রমণে কৃষক মান্নানের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে বন্যহাতির আক্রমনের আব্দুল মান্নান (৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আব্দুল মান্নান, বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের মৃত নাদের হোসেনের ছেলে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শী সর্দার মিয়া জানান, মঙ্গলবার রাতে ভারত থেকে ৩০-৩৫ টি বুনো হাতি সীমান্তের কাঁটাতার পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রায় ১০ একর জমির পাকা ধান খেয়ে ফেলে। বুধবার রাতেও বুনো হাতির দলটি আবার সাতানি পাড়া, বালুরচর ও যদুর চর এলাকায় ধান খেতে আসে।
এদিকে ফসল রক্ষা করার জন্য স্থানীয় এলাকাবাসী হাতি তাড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন। তারা জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক লাইন তৈরি করে এবং মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। এরপরও একটি হাতি কৃষক আবদুল মান্নানকে ধরে ফেলে এবং পা দিয়ে পিষ্ট করে । এতে করে ঘটনাস্থলেই আবদুল মান্নানের মৃত্যু হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।