ফমেকের মেডিসিন বিভাগের প্রধান ডাঃ তৌহিদ আলম আর নেই
হারুন-অর-রশীদ, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
497 বার দেখা হয়েছে
০
ফরিদপুর মেডিকেল কলেজের (ফমেক) মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ তৌহিদ আলম আর নেই। আজ শুক্রবার (৭ নভেম্বর) ভোর ৪ টায় হৃদরোগ জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ খবিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ডাঃ খবিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন তিনি হৃদরোগে ভুগছিলেন। হঠাৎ রাতে হৃদরোগ আক্রান্ত হলে স্থানীয় একটি হাসপাতাল তাঁকে নেওয়া হয়। পরে রাত ৪ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মেডিকেলের সাবেক ওই অধ্যক্ষ বলেন, ডাঃ তৌহিদ আলম ফরিদপুরে মেডিসিন বিভাগের একজন সুনামধন্য ডাক্তার ছিলেন। করোনায় সময়ও তাঁর অবদান ছিলো অনস্বীকার্য। তিনি করোনাকে উপেক্ষা করে সবসময় রোগীদের পাঁশে থাকতেন। তাঁর মৃত্যুতে আমরা একজন ভালো মানুষকে হারালাম।