সাংবাদিক এস এম মনিরুজ্জামান এর একমাত্র পুত্র আলামীন
আজ ৭ই অক্টোবর এস এম মুসফিকুউজ্জামান আলামীনের ৭ম জন্ম বার্ষিকী । ২০১৩ সালের ৭ই অক্টোবর সে জন্ম গ্রহন করেন।
আলামীন ফরিদপুর প্রেসক্লাবের কার্য-নিবার্হী কমিটির নিবার্হী সদস্য ও আনন্দ টিভি,বাংলাদেশ পোস্ট ও ভোরের ডাক পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান এবং ডাঃ পারভীনের সন্তান ।
তার জন্ম দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে তার দাদা,দাদী,নানা,নানী,মামা,মামী,কাকা,কাকী. মামাত,ফুফাত ভাই বোন ও আত্বীয় স্বজন। আলামীনের পিতা মাতা সকলের নিকট দোয়া চেয়েছেন।
সে যেন বড় হয়ে প্রকৃত মানুষ হয়ে দেশ ও দশের খেদমত করতে পারে।