• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
বোয়ালমারীতে মাদ্রাসা সভাপতির সংবাদ সম্মেলন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি, জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর ছিদ্দিকী মাদ্রাসার গাছ কাটার বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার বিকেলে মাদ্রাসা এলাকায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাটখোলারচর মাদ্রাসায় একটি ৪তলা ভবন পাশ হয়েছে। মাদ্রাসার জায়গা কম থাকায় ভবন নির্মাণ করার জন্য মাদ্রাসার ছোট ছোট কিছু মেহেগনি গাছ না কাটলে ভবনটি নির্মাণ করা সম্ভব না। তাই আমরা মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভা করে একটি রেজিলেশন করি। রেজিলেশনে উল্লেখ করা হয় মাদ্রাসার ভবন নির্মানের জায়গায় যে গাছগুলো আছে তা কেটে ভবনের জায়গা ফাঁকা করে এবং ওই গাছগুলো মাদ্রাসা উন্নয়নে কাজে লাগানো হবে।

তিনি আরও বলেন, জায়গা ফাঁকা না করলে ঠিকাদার ভবনের কাজ করবেনা; আবার জুন মাসের মধ্যে কাজ শুরু না করলে ঠিকাদারের বিল হবে না এজন্য রেজিলেশন করে গত সোমবার (১ জুন) গাছগুলো কেটে ভবনের কাজ শুরু করা হয়। গাছের গুড়ি রেখে দেওয়া হয়েছে। যা দিয়ে মাদ্রাসার চেয়ার, বেঞ্চসহ উন্নয়নমূলক কাজ করা হবে। এই গাছ কাঁটা নিয়ে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে আমাকে ও মাদ্রাসার সুপারকে নিয়ে যে সংবাদ প্রচার হয়েছে তা সঠিক নয়। হয়তো কোন মহল আমার ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার জন্য এ সংবাদ প্রচার করেছে। আমি এর নিন্দা জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন, মাদ্রাসা সুপার মো. আবু জাফর সিদ্দিকী, শিক্ষক হাফেজ মো. আব্দুল হক প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।