ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ ইয়াংস্টার সোশ্যাল অরগানাইজেশন ফরিদপুর
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
378 বার দেখা হয়েছে
০
সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে । ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন বাংলাদেশ ইয়াংস্টার সোশ্যাল অরগানাইজেশন ফরিদপুর জেলা শাখা।
সভায় বক্তারা ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবি জানান। তারা বলেন ধর্ষকরা দেশের শত্রু। তাই তাদের পক্ষে কোন উকিল না দাড়ানের পক্ষে প্রস্তাব করেন। একই সাথে ধর্ষিতার পরিবারকে সরকারি খরচে মামলা চালানোর দাবি জানান। তারা ধর্ষন প্রতিরোধে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান।