বানভাসি মানুষের জন্য ফরিদপুরে ফ্রী মেডিকেল ক্যাম্প
ফরিদপুর বেসরকারি উন্নয়ন সংস্থা ফরিদপুর দুস্থ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আর্থিক সহযোগিতায় ৬ আগষ্ট বৃহস্পতিবার সকালে শহরের ভাজনডাঙ্গা নদীর পাড় বন্যা দুর্গত বানবাসী মানুষের মধ্যে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বন্যার কারণে রাস্তায় আশ্রীতদের চিকিৎসা সেবা প্রদান করেন সদর উপজেলা আলিয়াবাদ ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ এ এস এম মোসাদ্দেক হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর দুস্থ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো আমিনুর ইসলাম, সমাজ বিন্যাস প্রচেষ্টার নির্বাহী পরিচালক সাংবাদিক এস এম মনিরুজ্জামান ,ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা অফিসের কর্মী হাফেজ সমশের। এসময় বানবাসী প্রায় দুইশত নারী,পুরুষ ও শিশুদের ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কর হয়।