• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
কুমারখালীতে গরু মৃত্যুর ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বিলকাটিয়া গ্রামে হঠাৎ করে দুইটি ষাড়গরু মারা যায়। এ ঘটনা ভিন্নখাতে নিয়ে গরুর মালিক প্রতিপক্ষকে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে। প্রতিপক্ষের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে।

সরেজমিনে গিয়ে এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে মৃত গরু নিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য বিলকাটিয়া গ্রামের দাউদ মোল্লা ও শহিদুল নামে দুই ব্যাক্তি মরিয়া হয়ে উঠেছে। ঘটনাটি ঘটেছে, গত ২৯-০৪-২০২০ ইং তারিখে। এদিন শহিদুল ইসলাম তার নিজের দুই ষাড় গরুকে ঘাস খাওয়ানোর জন্য দড়ি দিয়ে গোছড় দেয়।

কিছু সময় পর গরু দুইটা ছট ফট করে মারা যায়। এই ঘটনা নিয়ে গরু মৃত্যুর জন্য শহিদুল হারুনুর রশিদের উপর দোষারোপ করেন। হারুনুর রশিদের সাথে তার জমি নিয়ে পূর্ব বিরোধ আছে। গরু মৃত্যুর ক্ষতি পুষিয়ে নিতে ও এ থেকে ফাইদা নিতে তিনি নিজের পূর্ব বিরোধের প্রতিপক্ষকে ফাসাতে মরিয়া হয়ে ওঠেন। এব্যাপারে হারুনর রশিদের সাথে আলাপকালে তিনি প্রতিবেদককে বলেন, প্রতিবেশী শহিদুল ইসলাম তার উপর মিথ্যা দোষারোপ করে বলছে আমি নাকি বিষ দিয়ে গরু মেরে ফেলেছি। অথচ তার গরু মৃত্যুর বিষয়টি সবাই জানে। শুধু তার নয় এলাকায় আরো কয়েকটি গরু এভাবে মারা গেছে।

হারুনর রশিদ আরো বলেন, অভিযোগের ভিত্তিতে বাড়ির উপরে গিয়ে শহিদুল ইসলামকে বিষয়টি বলতে গেলে বিবাদী শহিদুল ইসলাম, পিতা মকছেদ আলী,দাউদ মোল্লা পিতা মৃত হাতেম মোল্লা, কাশেম মোল্লা পিতা, মৃত হাতেম মোল্লা,জোয়াদ আলী মোল্লা, পিতা মৃত হাশেম আলী মোল্লা,খোকন শেখ পিতা জদ্দিন শেখ, আব্দুল মাজেদ পিতা হোসেন আলী সর্ব সাং বিলকাটিয়া সহ আরো অনেকেই তাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করায় করা মাত্র বিবাদীগন তাকে মেরে ফেলার হুমকি দেয় এবং তার উপর হামলার চেষ্টা করে। এই সময় হারুনর রশিদ সেখান থেকে চলে আসে। পরে শহিদুলরা মাঠে গিয়ে হারুনর রশিদের স্যালো ইঞ্জিন ভেঙ্গে ফেলেছে। একের পর এক হারুনর রশিদের ক্ষতি করে চলেছে তারা। এছাড়াও হারুনর রশিদের জান মালের ক্ষতি করার হুমকি দিচ্ছে।

এসব বিষয়ে শহিদুলের সাথে কথা বলতে গেলে তিনি কথা বলতে রাজি হননি। কুমারখালী থানা পুলিশের সাথে কথা হলে বিষয়টি তারাও জানেন বলে উল্লেখ করে বলেন, আইন অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।