জনসচেতনতামূলক প্রচার অভিযানে মাস্ক পরিধান করিয়ে দিচ্ছেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার
“NO MASK NO SERVICE” এই শ্লোগান নিয়ে ফরিদপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ও ৯ টি উপজেলায় একযোগে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
জেলার সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবর্গ, মাধ্যমিক পর্যায়ের শিক্ষকবৃন্দ, প্রাথমিক পর্যায়ের শিক্ষকবৃন্দ, সরকারি বেসরকারি বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রোভার, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড এবং সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে সমগ্র ফরিদপুর জেলায় একযোগে মহামারী করোনা (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে জনসচেতনামূলক এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ই নভেম্বর শনিবার সকাল দশটায় শহরের টেপাখোলা রেল লাইন থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় হয়ে ফরিদপুর সদর উপজেলা পর্যন্ত করোনার বিরুদ্ধে এক মানবঢাল গঠিত হয়।
জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বিশেষজ্ঞরা ধারনা করছেন আসন্ন শীতে করোনার সংক্রমণ দ্বিতীয় ধাপে হতে যাচ্ছে। এজন্য করোনা মোকাবেলায় সরকার ইতিমধ্যে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন করোনা থেকে বাঁচার অন্যতম প্রধান উপায় নিজেদেরকে সচেতন হিসেবে গড়ে তোলা। সকলকে মাস্ক পড়ে বাহিরে বের হতে হবে। মাস্ক ছাড়া কেউ সরকারী-বেসরকারী কোন সেবা পাবে না। একই সাথে তিনি বলেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কোন দোকানি মাস্ক না পড়লে ক্রেতারা ঐ দোকানথেকে মালামাল ক্রয় করবেন না আর কোন ক্রেতা মাস্ক না পড়লে তার নিকট দোকানদার পণ্য বিক্রি করবেন না। তিনি সবাইকে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করার জন্য আহ্বান জানান।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, আসন্ন শীতে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মান্যবর জেলা প্রশাসক অতুল সরকার স্যারের এক ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে আমরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সাথে মিল রেখে একই সময়ে রাজবাড়ী রাস্তার মোড় থেকে এ মানবঢাল তৈরিতে অংশ নিয়েছি। করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা “নো মাস্ক, নো সার্ভিস” বাস্তবায়ন করছি। এছাড়া বার বার হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ নিরাপদ দুরত্ব বজায় রেখে চলতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজে অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, বীরমুক্তিযোদ্ধা শেখ আবুল ফয়েজ শাহনেওয়াজ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন এফডিএ’র পরিচালক মোঃ আজহারুল ইসলাম, প্রথম আলো জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক পান্না বালা প্রমুখ।