গণ পরিবহন চালু ও ত্রাণের দাবিতে সাভারে মানববন্ধন
সুমন ভূইয়া সাভার প্রতিনিধিঃগণ পরিবহন চালু ও ত্রাণের দাবিতে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন করেছে পরিবহন শ্রমিকরা। আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মমুচী পালন করেন শ্রমিকরা। মানববন্ধন কর্মসুচীতে এসময় কয়েক’শ শ্রমিক অংশ গ্রহন করেন।
মানববন্ধন থেকে এসময় শ্রমিকরা জানায় করোনা ভাইরাসের কারণে তারা দেড় মাস ধরে কয়েক’শ শ্রমিক মানবেতর জীপন যাপন করছেন শ্রমিকরা এ পর্যন্ত সরকারী বা বেসরকারী ভাবে কোন ত্রাণ পাননি তাই সাহায্যের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।