“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন এর আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা পরিষদ কবি জসিম উদ্দিন হল চত্তরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসটির কার্যক্রম উদ্ধোধন করা হয়। পরে কবি জসিমউদ্দিন হল রুমে আালোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিসাবে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা হাসান। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, আঞ্চলিক সমবায় শিক্ষায়তন উপ নিবন্ধক অধ্যক্ষ খোন্দকার হুমায়ূন কবীর, দেশ সেন্ট্রাল মাল্টিপারপাস কো – অপারেটিভ সোসাইটি লিঃ সভাপতি আলহাজ্ব মোঃ ইউনুস সিকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু, জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক এ্যাড. রইচ উদ্দীন সোহেল সহ বিভিন্ন সমিতির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।