সদরপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করছেন অতিথিবৃন্দ
ফরিদপুরের সদরপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমী ভবনের সভাকক্ষে জাতীয় সমবায় দিবসে “বঙ্গবন্ধুর দর্শণ,সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান, সমবায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম তাজ বেগম, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মাদ আরিফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন আহম্মেদ,সমবায়ী রহিমা খাতুনসহ অন্যান্যরা।