• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরে সন্ত্রাসীদের হাত থেকে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়কে রক্ষার দাবিতে মানববন্ধন  

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে স্থানীয় সন্ত্রাসী বাহিনী কৃর্তক বারবার হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সামবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় ওই স্কুলের সামনে কৃষ্ণপুর বাজারে এই মানববন্ধনের আয়োজন করে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিবাবক, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী। প্রায় কয়েক হাজার লোকের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুজ্জামান তিতাস, প্রধান শিক্ষক মোঃ জাফর আলী খাঁ, সহকারী শিক্ষক ফেরদৌসি বেগম, আব্দুল মান্নান প্রমুখ।

বক্তারা এ সময় স্কুলের বিভিন্ন উন্নয়ন কাজে বাধা ও হামলার ঘটনায় জরিত বিল্লাল হোসেন ফকির ও মোঃ মিঠু ফকিরের নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করে দ্রæত সময়ে বিচারের দাবি জানান। তারা বলেন, এ বিষয়ে থানায় বার বার অভিযোগ দিলেও তারা কোন আইনগত ব্যবস্থা গ্রহন না করে উল্টো অপরাধীদের পৃষ্টপোষকতা করছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
উল্লেখ্য গত ৬ অক্টোবর মঙ্গলবার সকালে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে বিল্লাল হোসেন ফকির ও মোঃ মিঠু ফকিরের নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। এরআগে বিভিন্ন সময়ে এই বাহিনী স্কুলের ১.৬৮ শতাংশ জমি দখলের নানা পায়তারা করে পরিস্থিতি অশান্ত করছে। এতে করে বিদালয়ের হাজারো শিক্ষার্থীর পড়াশোনা থমকে গেছে বলে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছে। সংবাদ সুত্র ঃ সময়ের সংবাদ

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।