মো: রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-৭/৩/২২
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে দিনরাত কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তি যুদ্ধের জন্য অনুপ্রেরণার প্রথম হাতিয়ার। ৭ই মার্চের ভাষণ আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেদিন বঙ্গবন্ধুর ডাকে সমগ্র বাঙালি জাতি স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব।
ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার সকালে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজন করা হয় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর আলোচনা সভা। উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিম উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন ফকির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুন্সি রুহুল আসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামশেদ আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধাগন, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ প্রমুখ।