• ঢাকা
  • মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে কোভিড – ১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের শুভ উদ্ধোধন

নিরঞ্জন মিত্র ( নিরু),ফরিদপুর :-

ফরিদপুরে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহাখালী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে রবিবার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতাল কোভিড ভ্যাকসিনেশন ওয়ার্ডে এ উদ্ধোধন অনুষ্ঠিত হয়। উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি অতুল সরকার ভ্যাকসিনেশন কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন।

সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে জেনারেল হাসপাতাল কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার,পুলিশ সুপার আলিমুজ্জামান (বিপিএম- সেবা), জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক ডাক্তার আঃ,স,ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার আব্দুল জলিল প্রমুখ।

এসময় সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান জানান, ফরিদপুরে তিনটি স্পটে দেয়া হবে করোনা ভাইরাসের টিকা এ তিনটি স্পট হলো ফরিদপুর জেনারেল হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর পুলিশ লাইন হাসপাতাল। জানায় সরকারি ছুটির দিন বাদে অন্যদিন সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত করনা ভাইরাসের টিকা দেয়া হবে। এ পর্যন্ত ১৮ শত ৮ জন রেজিস্ট্রেশন জমা হয়েছে।

কোভিড- ১৯ কার্যক্রম এর শুভ
উদ্বোধনী দিনে সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম ও ডাক্তার অনন্ত কুমার বিশ্বাসের করণা টিকা নেবার মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ সূচনা হয়। এরপরে জেলা প্রশাসক,পুলিশ সুপার,জেলা আওয়ামী লীগের সভাপতি, সিভিল সার্জন, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রথম আলোর জেলা প্রতিবিধি কোভিড ১৯ এর প্রথম ড্রোজের টিকা গ্রহণ করেন।

উদ্ধোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাক্তার তানভীর জুবায়ের।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।