নো মাস্ক নো সার্ভিস এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় করোনা ভাইরাস প্রতিরোধে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সহ সর্ব স্থরের জনগন এ র্যালিতে অংশ নেয় । পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, করোনা ভাইরাস (কোভিট-১৯)এর সেকেন্ড ওয়েব মোকাবেলায় সবাই মাস্ক এর বিকল্প নেই। তাই মাস্ক না পরলে কোন প্রকার সেবা পাবেন না। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা
পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভুমি আহসান মাহমুদ রাসেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিন, থানা অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নিমাই সরকার প্রমুখ।