• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
বোয়ালমারীতে সামাজিক দুরত্ব রেখে নেওয়া হচ্ছে বিদ্যুৎ বিল

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পল্লী বিদ্যুতের সকল গ্রাহকের কাছ থেকে বোয়ালমারী জোনাল অফিসে সামাজিক দুরত্ব বজায় রেখে জমা নেওয়া হচ্ছে বিদ্যুৎ বিল। প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্হ্যবিধি মেনে বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন গ্রাহকরা। গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, করোনা ভাইরাসের বিস্তার রোধে বিদ্যুৎ অফিস চত্বরে আঁকা লাল বৃত্তের মধ্যে লাইনে দাড়িয়ে ৫টি গ্রুপে এ বিল জমা নেওয়া হচ্ছে। যাদের মুখে মাক্স আছে তাদেরকে অফিসের ভিতরে তিনটি পুরুষ লাইন ও একটি মহিলা লাইনে দাড়িয়ে এ কার্যক্রম চলছে। আর যাদের মুখে মাক্স নেই তাদেরকে স্বাস্হ্যবিধি মেনে অফিসের বাইরে একটি লাইনে দাড়ানো অবস্হায় বিদ্যুৎ বিল জমা দিতে দেখা গেছে।

পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সানোয়ার হোসেন বলেন, করোনায় বিদ্যুৎ বিল জমা দিতে আগ্রহী গ্রাহকগণের কাছ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বিল জমা দেওয়ার কার্যক্রম চলছে। আমি সকল কর্মকর্তা-কর্মচারীকে বলেছি; বিল জমা দিতে আসা কোন গ্রাহকই যেন হয়রানি ছাড়াই বিল জমা দিতে পারেন। কারও কোন সমস্যা থাকলে আমি নিজে বসে থেকে সমাধান দেওয়ার চেষ্টা করছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।