মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-৭/৯/২৩
ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ঢাকা থেকে দক্ষিণ অঞ্চলে স্বপ্নের ট্রেন যোগাযোগ চালু হওয়ায় আগামীতে দক্ষিণাঞ্চলে কৃষি বিপ্লব ঘটবে। এতদিন এ অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য রাজধানীতে পৌঁছাতে দিন পার হয়ে যেত। এতে করে পণ্য নষ্ট সহ কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হত। পথে নানা ভোগান্তি ও হয়রানির শিকার হত। আজ বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গবাসীর স্বপ্নের দিনটি সত্যিতে রূপান্তরিত হলো। পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা থেকে ট্রেন সরাসরি দক্ষিণ অঞ্চলে প্রবেশ করল। এতে করে দক্ষিণাঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য, মৎস্য সহ নানা ধরনের পণ্য খুব অল্প সময়ে স্বল্প খরচে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে। সুফল ভোগী হবে দক্ষিণ অঞ্চলবাসী। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শীর সাহসিকতায় নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু আজ পূর্ণতা লাভ পেল। পদ্মা সেতু দিয়ে একই সময় যানবাহন ও ট্রেন চলাচল শুরু হল।
বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলক ট্রেন ভাঙ্গাতে এসে পৌঁছায়। এ সময় উপস্থিত হাজারো মানুষের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী।
ঢাকা থেকে ছেড়ে আসা নির্ধারিত ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের ভেতরে থাকা মাননীয় রেলমন্ত্রী, সংসদের চিফ হুইপ সহ অতিথিদের বরণ করে নেন এমপি নিক্সন চৌধুরী, ফরিদপুর জেলা প্রশাসক, ফরিদপুর জেলা পুলিশ সুপার, ভাঙ্গা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। আগত ট্রেন থেকে নেমে আসা মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কে গার্ড অব অনার প্রদান করা হয় । এরপর এক প্রেস ব্রিফিং এ মাননীয় মন্ত্রী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন,, আগামী ১০ই অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ভাঙ্গা রেল যোগাযোগের শুভ উদ্বোধন করবেন। তারপর থেকেই নিয়মিতভাবে এই রুটে ট্রেন চলাচল করবে।