মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -০৭/০১/২০২৩
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার থেকে সারাদেশে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এ উপলক্ষে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫ শতাধিক শিক্ষকে বিভিন্ন বিষয়ের উপর ৫ দিনব্যাপী প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণে অংশ গ্ৰহনকারি শিক্ষকগন প্রশিক্ষিত হয়ে তা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সুন্দরভাবে শিক্ষা প্রদান করবেন।
ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নের পরিচালক ডঃ প্রবীর কুমার ভট্টাচার্য।
এছাড়াও ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন। সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সমন্বয়কারী ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন প্রমুখ।