সালথা’য় বিষপানে যুবতীর আত্মহত্যা
ফরিদপুরের সালথায় ময়না আক্তার (১৯) নামের এক যুবতী বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ময়না আক্তার সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের খালিশা গ্রামের ওহিদুজ্জামান শেখের মেয়ে।
স্থানীয়রা জানান, সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে, ঘরে থাকা কীটনাশক পান করে ময়না আক্তার। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে রাতেই ময়নাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফরিদপুরের বাখুন্ডা নামক স্থানে মাইক্রোবাসের মধ্যেই তার মৃত্যু হয়। তবে তার আত্মহত্যার কারন এখনো জানা যায়নি।
সালথা থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, লাশ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সালথা থানায় ইউডি মামলা হয়েছে।