• ঢাকা
  • শুক্রবার, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্ডের খাদ্য পেল চরমাধবদিয়া ইউনিয়নবাসী

জিল্লুর রহমান রাসেল, স্টাফ রিপোর্টার ফরিদপুর : সদর উপজেলার ২ নং চরমাধবদিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে খাদ্য বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ খাদ্য বিতরণ করা হয়।

এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর্জা সাইফুল ইসলাম আজম, ট্যাগ অফিসার হিসেবে মোঃ হায়দার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডঃ আঃ আউয়াল সরদার, সাংগঠনিক সম্পাদক আঃ হালিমসহ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন চেয়ারম্যান জানান, আজ ২৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। পুর্বেও তারা সহায়তা পেয়েছে কিন্ত হিসেব রাখা মুশকিল হচ্ছিল। এখন উপজেলা থেকে যে কার্ড দেওয়া হয়েছে তার মাধ্যমে হিসেব রাখাও সহজ হচ্ছে আর কেউ খাদ্য ছাড়া ফিরছেও না। স্বচ্ছতার সাথে খাদ্য সামগ্রী বিতরণ করা সম্ভব হচ্ছে। এজন্য জেলা প্রশাসক অতুল সরকার ও ইউএনও মাসুম রেজাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, ১ কেজি আলু, ১ টি মিষ্টি কুমড়া ও আধা কেজি করে মশুরের ডাল দেওয়া হয়েছে।
সুবিধাভোগী এক ব্যাক্তি বলেন, আগে ঠিকমত চাইল ডাইল পাইতাম না। কারও নাম থাকতো আবার কারও নাম থাকতো না, খালি হাতে বাড়ি চইলে যাইতো, এখন কার্ড পাওয়াতে সবাই খাবার পাবো, কারো আর খালি হাতে ফিরে যাওয়া লাগবে না।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।