মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে মৌসুমি রোগ ডায়রিয়ার প্রকোপ রুপ ধারন করেছে ।
সারাদেশের ন্যায় মধুখালী উপজেলা সহ আশপাশের ইউনিয়ন গুলিতে ডায়রিয়া ছড়িয়ে পরেছে। তার বেশীর ভাগ চাপ পড়ছে মধুখালী হাসপাতালে। মধুখালী সদর হাসপাতালের দেয়া তথ্যনুযায়ী মার্চ মাসে ১৬২জন এবং ৬ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত ৩৪ জন ভর্তি হয়েছেন। প্রতিদিন গড়ে প্রায় ৬জন ডায়রিয়ার রোগি ভর্তি হচ্ছেন। দিন দিন হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েই চলেছে। কোন ভাবেই থামছে না । সব বয়সী মানুষই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।
এ ব্যপারে মধুখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ কবির সরদার জানান ডায়রিয়ার চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। তবে হাসপাতালে পানির সমস্যা থাকায় কিছুটা অসুবিধা হচ্ছে। এ সময় ডায়রিয়ার প্রকোপ বাড়ে আমরা সতর্ক আছি । জনসাধারণকে বলি খোলা খাবার না খাওয়া এবং খাদ্য গ্রহনে সতর্কতা গ্রহন করা । এ পর্যন্ত ডায়রিয়ায় কোন প্রাণ হানির ঘটনা ঘটে নাই। সবাই চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরে গেছেন।