মোঃ রমজান সিকদার,ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -৭/১০/২০২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ছিলাধরচর গ্ৰামে শিহাব মাষ্টারের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার সময় ৭/৮ জনের অস্ত্রধারী ডাকাত দল ভবনের প্রক্সিবল গেটের তালা ভেঙে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে।
শিহাব মাষ্টার জানান , মুখোশ ধারী ডাকাত দল প্রথমেই আমার চোখমুখ বেঁধে ফেলে আমার পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে। ডাকাত দল ঘন্টাব্যাপি তান্ডব চালিয়ে ৫ ভরি স্বর্ণ ৭৫ হাজার টাকার ও দুইটি মোবাইল ফোন সহ দামী পন্য নিয়ে যায়। ডাকাত দল চলে যাবার পর আমাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে। আমি শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের একজন সহকারী শিক্ষক। গতকাল ব্যাংক থেকে বেতনের টাকা তুলে বাসায় রাখি। রাতেই আমি ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এব্যাপারে ভাঙ্গা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান, জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আমাদের একটি পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। তদন্তের সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।