• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
ফুলবাড়ীতে ৭ বছরের শিশুকে হত্যা করলেন আপন চাচা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায়  দীর্ঘ দিনের পারিবারিক বিরোধের জের ধরে সামিউল ইসলাম (৭) নামে এক শিশুকে গলা টিপে হত্যা করে বালুর নিচে পুতে রাখেন তার আপন চাচা। পুলিশ এই ঘটনায় ঘাতক চাচা মো. রিপন শেখ (২৫) কে আটক করেছে।

বৃহস্পতিবার (৭ মে) ভোরে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পলিশীবপুর গ্রাম থেকে ঘাতক চাচাকে আটক করা হয়। ৬ মে (বুধবার) রাত পৌনে ৮টায় শিশু সামিউল ইসলামের গলা টিপে হত্যা করে বলে জানা যায়।

আটক রিপন (২৫) শেখ ফুলবাড়ী উপজেলার পলিশীবপুর গ্রামের মো. খতিবুর রহমানের ছেলে। নিহত শিশু সামিউল ওই এলাকার খতিবুর রহমানের ছেলে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহমুদুল হাসান জানান, পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যা কান্ড সংঘঠিত হয়েছে। বিকেল থেকে শিশু সামিউল নিখোঁজ হলে বাবা পুলিশখে খবর দেয়। পুলিশ তাদের বাড়ি থেকে চাচা রিপন শেখকে আটক জিজ্ঞাসাবাদ করলে, সে শিশু সামিউলকে হত্যার কথা শিকার করে। আটক রিপনের কথা মত রাত ১২টায় বাড়ির পাশের বালুর নিচ থেকে শিশু সামিউলের লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহত শিশুর দাদা মোজাফ্ফর হোসেন বাদি হয়ে রিপনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

শিশুটি স্থানীয় পলি শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

অভিযুক্ত রিপন এর আগে তার আপন মাকে গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা চালিয়েছিল
বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।