মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -৭/১০/২০২৪
ফরিদপুরে ভাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৪ এ মেধায় সেরা উত্তীর্ণদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও গুনী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থী ও গুনী শিক্ষকদের এককালীন শিক্ষা বৃত্তি প্রদান এবং অত্র ফাউন্ডেশনের নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ-খুদা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম, আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, শরীফাবাদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, দেওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল রহমান লাভলু, হামিদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মালিগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুজ্জামান লাভলু, ব্যবসায়ী মিজান হাওলাদার প্রমুখ।