• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
চরভদ্রাসনে কোভিড-১৯ এর প্রতিষেধক টিকাদান উদ্বোধন

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি –

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার সকাল ১১ টায় কোভিড-১৯ এর প্রতিষেধক টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান সহ একের পর এক ১০ জন প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা গ্রহন করেন। এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন উপস্থিত ছিলেন।

জানা যায়, উদ্বোধনী দিনে ১০জন টিকা গ্রহনকারীকে প্রায় অর্ধঘন্টা কাল পর্যবেক্ষনে রাখা হলেও তাদের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় নাই।

সংশ্লিষ্ট সূত্র জানান, উপজেলায় প্রথম পর্যায়ে ১ হাজার ১৯০ জনকে করোনা প্রতিষেধক টিকা প্রদান করা হবে। এরমধ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।