ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন এর আয়োজনে ও পল্লী মানব কল্যাণ সংস্থা(পিএমএস), পাওয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ, মুন্সীর বাজার অগ্রনী বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সহযোগিতায় আজ ৭ মে সকাল ১১টায় ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন এর অস্থায়ী কার্যালয়ে করোনা সংকটে ফরিদপুর সদর এর কর্মহীন ও সদস্য সমবায়ী ৫০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও আলু বিতরণ করা হয়েছে।
এই মানবিক সহায়তা অনুষ্ঠানে ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সমবায় অফিসার মো: আব্দুর রাজ্জাক মিয়া ও বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ড এবং সদর উপজেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মো: আব্বাস আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন এর ব্যবস্থাপনা কমিটির সদস্য মো: লুৎফর রহমান, মো: জাহিদ হোসেন প্রমুখ।