• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
৬৫০জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন শিবলী সাদিক এমপি

করোনা ভাইরাসলে প্রতিহত করতে সরকার লকডাউন ঘোষনা করেছে।করোনা ভাইরাসের কারনে  দীর্ঘদিন মানুষ কর্মহীন হয়ে ঘরবন্দি হয়ে রয়েছে এবং বিভিন্ন স্থানের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনেরা অসহায় ভাবে জীবন যাপন করছেন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নিজ তহবিল থেকে করোনায় চলমান সংকটময় মূহুর্তে ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।

বৃহস্পতিবার (৭ মে)  বেলা ১২ টায় ঘোড়াঘাট উপজেলায় চত্বর মাঠে ৬৫০ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে এই ইফতারসামগ্রী বিতরণ করা হয়। ইফতারসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ছোলা ও লবণ, চিনি।

এ সময় উপস্থিত ছিলেন,   ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।

এসময়  শিবলী সাদিক এমপি  জানান, করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। ফলে কর্মহীন হয়ে পড়ছে অনেক পেশার মানুষ। এর মধ্যে বাদ নেই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ। এ কারণে করোনাভাইরাসের সংক্রমণের কারণে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক একটি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচজন এবং তারাবির নামাজে ইমাম ও মুয়াজ্জিনসহ ১০ জন মুসল্লির বেশি উপস্থিতি হতে পারবেন না। এমন নির্দেশনায় ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের মধ্যে একটি হতাশা কাজ করছে। এমতাবস্থায় তাঁদের পাশে দাঁড়ানোই হবে মানবিকতা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।