করোনা সংকট মোকাবেলায় রাজশাহীর বাগমারা উপজেলার মচমইলে মচমইল প্রগতি সংঘের উদ্যোগে সুবিধা বঞ্চিত গরীব, দুস্থ, অসহায় ও ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রগতি সংঘের মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের কারণে বাজারঘাট বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে নিম্ন আয়ের এ সকল মানুষ। করোনা সংকটে খাদ্য সমস্যা মোকাবেলায় ১৭০ পরিবারের মাঝে চাল বিতরণ করে প্রগতি সংঘের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন মচমইল প্রগতি সংঘের সভাপতি ও মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ক্রীড়া সম্পাদক মোকবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল করিম সরদার, সাবেক শিক্ষা অফিসার গোলাম রহমান, প্রবীণ ব্যক্তিত্ব আহাদ আলী সরদার, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, প্রগতি সংঘের সদস্য মচমইল উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ, আমজাদ হোসেন মাস্টার, বাবুল আক্তার, সাজ্জাদ হোসেন ভুট্টু ও আব্দুল জলিল।